নবাবগঞ্জ(দিনাজপুর) সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা এলাকায় সড়কে সড়কে দাপিয়ে বেড়াচ্ছে ট্রাক্টর সহ শ্যালো ইঞ্জিন চালিত ট্রলি। প্রশাসনের নাকের ডগার উপর দিয়ে এসব বেপরোয়া ভাবে চলাচল করলেও প্রশাসন নিরব ভ’মিকা পালন করে আসছে। বেপরোয়া গতিতে সরু সড়কে ট্রাক্টর ও ট্রলি গুলোতে করে মাটি বালু ইট কাঠ সহ নানা পণ্য বহন করা হচ্ছে। উপজেলা সদর সহ ব্যস্ত সড়কে এসবের কারনে মানুষকে এক প্রকার আতংকের মধ্যে চলাচল করতে হচ্ছে। এগুলোর দূর্ঘটনার কবলে পড়ে অনেককে প্রাণ হারাতে হচ্ছে। গত সোমবার একটি ট্রলির চাপায় নবাবগঞ্জ-ভাদুরিয়া সড়কে শাল্টিমুরাদপুর নামক স্থানে উপজেলার শিবরামপুর গ্রামের হুমায়ুন কবির নামে এক স্কুল ছাত্র প্রাণ হারিয়েছে। গত বছরে ১২ নভেম্বর নবাবগঞ্জ-কাঁচদহ সড়কে গাজীপুর নামক স্থানে একটি ট্রাক্টরের চাপায় উপজেলার বল্লভপুর গ্রামের কবিরুল ইসলাম ও তার শিশু পুত্র কাউছার প্রাণ হারান। অপ্রাপ্ত বয়স ও প্রশিক্ষণ বিহীন চালকেরা এসব চালিয়ে বেড়াচ্ছে। সব মিলিয়ে ট্রাক্টর ট্রলি ব্যাটারি চালিত অটোচার্জার ও অটোভ্যান নিরাপদ সড়কের জন্য আতংকের হয়ে পড়েছে। এ ছাড়াও এসব চলাচলের কারণে গ্রামীন সড়কগুলোর ক্ষতি হচ্ছে।
Leave a Reply