নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- র্যাব-১৩, দিনাজপুরের সদস্যরা নবাবগঞ্জে অভিযান পরিচালনা করে ২৯৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ বেলায়েত হোসেন (৪২) নামে এক জনকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে সোমবার ১৯ অক্টোবর নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা সূত্রে জানা যায়, রবিবার বেলা ২ টার দিকে উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের বাজিতপুর নামক স্থানে র্যাব অভিযান পরিচালনা করে বড়বাড়িয়া গ্রামের মৃত ইসমাইল মন্ডলের ছেলে বেলায়েত হোসেন কে ২৯৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত বেলায়েতকে সোমবার ১৯ অক্টোবর আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply