নরসিংদী প্রতিনিধি ।- নরসিংদীর শিবপুর উপজেলায় ভাড়াটিয়ার ছুরিকাঘাতে তার স্ত্রী এবং বাড়িওয়ালা দম্পতি নিহত হয়েছে। রোববার ভোরে উপজেলার কুমড়াদি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুমড়াদি গ্রামের বাসিন্দা বাড়িওয়ালা নজরুল ইসলাম (৫৫), তার স্ত্রী মনোয়ারা বেগম (৫০) এবং তাদের বাড়ির ভাড়াটিয়া বাদল মিয়ার স্ত্রী নাজমা বেগম (৪৫)। শিবপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, পারিবারিক কলহের জের ধরে কাঠমিস্ত্রি বাদল মিয়া তার স্ত্রীকে মারধর করছিলেন। এ সময় তাকে ঠেকাতে যান তার দুই ছেলে এবং তাদের বাড়িওয়ালা, বাড়িওয়ালার স্ত্রী ও মেয়ে। এক পর্যায়ে বাদল ছুরি হাতে সবার ওপর চড়াও হন। এ সময় ছুরিকাঘাতে বাদলের স্ত্রী নাজমা ও বাড়িয়ালা নজরুলের স্ত্রী মনোয়ারা নিহত হন। গুরুতর আহত বাড়িওয়ালা নজরুল ঢাকা নেওয়ার পথে মারা যান। তিনি জানান, এ ঘটনায় বাদলের দুই ছেলে এবং নজরুলের মেয়েও আহত হয়েছেন। বাদলকে আটক করা হয়েছে।
Leave a Reply