রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৯:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

পদত্যাগ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি ডা. আবুল কালাম

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ৬৭০ বার পঠিত

বজ্রকথা প্রতিবেদক।- করোনাকালে মাস্ক কেলেঙ্কারিসহ বিভিন্ন কর্মকান্ডে সমালোচনার মুখে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ পদত্যাগ করেছেন। মঙ্গলবার জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুনের দপ্তরে তিনি নিজে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন। জন প্রশাসন মন্ত্রণালয়ের দুই কর্মকর্তাও গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রথম দফায় স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির দায়িত্বে থাকা অবস্থায় অবসর-উত্তর ছুটিতে যাওয়া আবুল কালামকে ২০১৯ সালের ২৭ মার্চ অবসর-উত্তর ছুটি বাতিল করে দুই বছরের জন্য চুক্তি ভিত্তিক নিয়োগ দেওয়া হয়। তখনকার আদেশে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এ কর্মকর্তা ওই বছরের ১৫ এপ্রিল অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে তাকে চুক্তি ভিত্তিক নিয়োগ দেওয়া হলো। সে অনুযায়ী ২০২১ সালের এপ্রিলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। সম্প্রতি সরকারি হাসপাতালের জন্য এন-৯৫ মাস্ক কেনা এবং করোনা চিকিৎসায় লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তি করা নিয়ে ব্যাপক সমালোচনায় পড়ে স্বাস্থ্য অধিদপ্তর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com