শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

পলাশবাড়ীতে হালকা বৃষ্টি হলেও মেলেনি স্বস্তি

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ৬১ বার পঠিত
ছাদেকুল ইসলাম|- দেশজুড়ে বেড়েছে গুমোট গরম। টানা গরমে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। বুধবার (৭ জুন) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হয়েছে। কিন্তু এতে খুব একটা স্বস্তি মেলেনি গরম থেকে। আকাশ মেঘলা থাকায় গুমোট আবহাওয়ায় রয়েই গেছে অস্বস্তি।
পলাশবাড়ী পৌর শহড়সহ প্রায় সারাদেশে বয়ে চলেছে তাপপ্রবাহ। তাপমাত্রা কোথাও কোথাও ৩৯ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করেছে। তীব্র গরমে কষ্ট পাচ্ছে পলাশবাড়ীসহ সারাদেশের মানুষ। টানা গরমে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন।
বুধবার (৭ জুন) তাপমাত্রা ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল পলাশবাড়ীতে। বুধবারই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। বুধবার  আকাশ কিছুটা মেঘলা ছিল।
তবে বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকার আকাশ মেঘে ঢাকা। বেলা ১১টা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের।
বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়,রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে উপজেলায় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com