ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা।- গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা কিশোরগাড়ী ইউনিয়নের নয় আনা নওদা গ্রামে আলীফ বাবু (১৭) এর বাড়ীতে স্ত্রী’র দাবি নিয়ে অবস্থান নিয়েছে ১৬ বছরের এক যুবতি। এমন অবস্থানে বেগতিক দেখে জামাই আলীফ বাবু পলাতক রহিয়াছে।
গতকাল দুপুরে স্বামীর দাবি নিয়ে অবস্থান নেওয়া সুমি আক্তার (১৬) জানান, আমার সাথে বাবুর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক এবং একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে ও গত ২৭ জুলাই রাতে ঠুটিয়াপুকুর এলাকার কাজী মোকছেদের বাড়ীতে বাবু আমাকে নিয়ে গিয়ে ২ লক্ষ, ৫০ হাজার টাকা দেনমোহর বেঁধে নগদ ১ হাজার টাকা বুঝিয়ে দিয়ে বিবাহের রেজিস্ট্রি এবং সেখানেই আমাদের বিবাহ পড়ানো হয়। বিবাহের পরে আমরা স্বামী স্ত্রী দুজন আমার নানা বাড়ীতে যাই এবং ওখানে রাত কাটাই। পরদিন বাবুর বড় বোন ফোন দিয়ে বাবুকে ডাকে নেয় এবং আমাকে ওখানে রেখেই সে চলে আসে। আজ খোঁজ নিয়ে জানতে পারি আমার স্বামী বাবু বাড়ীতে আছে বলে আমি নানাবাড়ি হতে শ্বশুরালয়ে আসি। এ কদিন আমার খোঁজখবর না নেওয়ায় আজ আমি স্ত্রীর দাবি নিয়ে এ বাড়ীতে আসতে বাধ্য হয়েছি। কিন্তু তারা মেনে না নিয়ে কয়েক ধাপে এ পরিবারের লোকজন আমাকে প্রহার করেছে তবুও আমি এখানে স্বামীর দাবি নিয়ে অবস্থান করছি। এ পর্যান্ত আমার স্বামী আলীফ বাবু আমার সাথে দেখা পর্যন্ত করেনি।
এ বিষয়ে জানতে চাওয়া হলে বাবুর বাড়ীর কেউ মুখ খোলেনি। পলাতক আলীফ বাবু নওদা গ্রামের আশরাফুল ইসলামের পুত্র। স্ত্রীর দাবি নিয়ে অবস্থান নেওয়া সুমি আক্তার একই গ্রামের শাহিদুল ইসলামের কন্যা। এ ঘটনায় অত্র এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Leave a Reply