শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৪ পূর্বাহ্ন

পলাশবাড়ীর বরিশাল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে গণমঞ্চ অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ১৬৪ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা।- গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখেই উনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের জনগণের মুখোমুখি করার জন্য এ গণমঞ্চ অনুষ্ঠিত হয়েছে। ১০ ডিসেম্বর বিকেলে জুনদহ উচ্চ বিদ্যালয় মাঠেস্বেচ্ছাসেবী সংগঠন “মানবতা সামাজিক উন্নয়নসংস্থা”র উদ্যােগে চেয়ারম্যান প্রার্থীদের জনগণের মুখোমুখি করার জন্য গণ মঞ্চ অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবী সংগঠন “মানবতা সামাজিক উন্নয়ন সংস্থা”র সভাপতি আওরঙ্গজেব আলমের সভাপতিত্বে গণ মঞ্চ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দপ্তরসম্পাদক সৈয়দ জাহিনুর বেগম, অর্থ সম্পাদক কাকুলী পারভীন, সমাজকল্যাণ সম্পাদক তহিদুল ইসলাম, সদস্য ফৌজিয়া আফরিন, হুমায়রা রহমান, বাংলাদেশ এশিয়ান ইউনির্ভারসিটি’র প্রফেসর ড. মাহাবুব রহমান, দৌলতপুর আলিম মাদ্রাসার প্রভাষক শ্যমল কুমার মহন্ত, জুনদহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান সোহেল প্রমুখ। চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা মার্কার শামীম মিয়া,ইসলামী আন্দোলনের হাতপাখা মার্কার আলহাজ্ব শরিফুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী ঘোড়া মার্কার আব্দুস ছামাদমন্ডল (মারো সামাদ), স্বতন্ত্র প্রার্থী অটোরিকশা মার্কার আবুল হোসেন, স্বতন্ত্র প্রার্থী মোটর সাইকেল মার্কার শামীম আহমেদ, স্বতন্ত্র প্রার্থী টেবিল ফ্যান মার্কার আব্দুল হালিম সরকার। এসময় স্ব স্ব চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী। তারা নির্বাচিত হলে কে কিভাবে ইউনিয়ন পরিষদ পরিচালনা করবেন এবং কে কিভাবে ইউনিয়নের উন্নয়ন করবেন সেই বিষয়ে নির্বাচনী ইস্তেহার প্রদান করেন। সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসতেকুর ইসলাম সেতু।উলেখ্য, মানবতা সামাজিক উন্নয়ন সংস্থাটি একটিসামাজিক স্বেচ্ছাসেবী সংস্থা। সংস্থাটি ২০২১ সালেরশুরুর দিকে স্থাপিত হয়ে “সেবা অঙ্গিকার, আমাদের প্রয়াস” স্লোগানকে সামনে রেখে বিভিন্ন সামাজিকমূলক কাজসহ, অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী মানুষের মাঝে নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ, খাদ্য ও শীতার্তদের মাঝেশীতবস্ত্র বিতরণ করে আসছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com