ছাদেকুল ইসলাম রুবেল।- বিজয়ী হয়ে জবাবদিহিতামূলক ও দূর্নীতি মুক্ত ইউনিয়ন পরিষদ গঠনে সবাইকে নিয়ে কাজ করতে চান স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বাবুল আকতার।
জয়ী হতে তার কর্মী সমর্থকদের নিয়ে ব্যাপক প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি।ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তার টেলিফোন মার্কায় ভোট কামনা করছেন। এসময় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময়কালে বলেন, আমি আপনাদের সুখে দুঃখে পাশে থাকতে চাই। সেই সঙ্গে জবাবদিহিতামূলক ও দূর্ণীতি ইউনিয়ন পরিষদ গঠনে সবাই’কে একসঙ্গে নিয়ে কাজ করার কথা বলেন।
তিনি আরও বলেন,অত্র ইউনিয়নে উন্নয়নের কাজ থেকে শুরু করে পরিষদের সেবামূলক কাজগুলো দূর্ণীতিমুক্ত ভাবে সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর রবিবার ৪ নং বরিশাল ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত ইউনিয়নে ইভিএম-এ ভোট গ্রহণ করা হবে।
Leave a Reply