মোঃ আসাদুজ্জামান রিপন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি ।- জয়পুরহাট জেলার পাঁচবিবিতে বিশ্ব শিক্ষক দিবস- ২০২০ উপলক্ষে পাঁচবিবি পৌর পার্কে আয়োজন করা হয় “শিক্ষক সমাবেশ-২০২০”। এবারের বিশ্ব শিক্ষক সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয়ঃ “Teachers: Leading in crisis, reimagining the future”।
আজ ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। ১৯৯৫ সাল থেকে প্রতি বছর বিশ্ব ব্যাপী পালিত হয়ে থাকে বিশ্ব শিক্ষক দিবস। এ দিবসটি শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য পালন করা হয়। ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসমান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়। বিশ্বের ১০০টি দেশে এই দিবস পালিত হয়ে থাকে। দিবসটি উপলক্ষে ইআই (Education International- EI ) প্রতি বছর একটি প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করে থাকে যা জনসচেতনতা বৃদ্ধির সাথে সাথে শিক্ষকতা পেশার অবদানকেও স্মরণ করিয়ে দেয়।
বাংলাদেশের প্রেক্ষাপটে বলতেই হয় বিশ্ব শিক্ষক দিবসে আজও বাংলাদেশের শিক্ষক মহোদয়গণ অবহেলিত। বিশেষ করে এমপিও ও নন এমপিও ভুক্ত শিক্ষকগণ। তারা দলিত শ্রেণির মতো দিন যাপন করে চলেছে।
তাই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনির নিকট সারা বাংলাদেশের এমপিও ভুক্ত ও নন এমপিও ভুক্ত শিক্ষকগণের আকুল আবেদন – এই মুজিব বর্ষে এক যোগে সমগ্র বাংলাদেশের যত এমপিও ভুক্ত ও নন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে তা যেন জাতীয়করনের ঘোষণা করা হয়। আর এই জাতীয়করনের ঘোষনার মাধ্যমেই শিক্ষকদের মাঝে চির অমর হয়ে রবে মুজিব শতবর্ষ। অতিদ্রুত এই সমস্যার সমাধান হোক- এটাই হোক বিশ্ব শিক্ষক দিবস-২০২০ এর স্লোগান। আবারও বিশ্বের সকল শিক্ষকগণের প্রতি বিনম্র শ্রদ্ধা।
Leave a Reply