পার্বতীপুর (দিনাজপুর) থেকে এম এ আলম বাবলু।- দিনাজপুরের পার্বতীপুরে আর ভি বি ব্রিকস আয়োজিত ৮ দলের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় বারকোনা যুব সংঘ বনাম শহিদুল আর্মি ফকিরা বাজার ফুটবল একাদশ অংশ গ্রহণ করে। খেলায় ১-০ গোলে বারকোনা যুব সংঘকে পরাজিত করে শহিদুল আর্মি ফকিরা বাজার ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। বুধবার (২৭ নভেম্বর) বিকালে পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বড় রামচন্দ্রপুর ফুটবল মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।
পার্বতীপুরের যশাই হাট বালিকা মাদ্রাসার সুপার মাওলানা মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়রামচন্দ্রপুর আর বি ভি ব্রিকস এর স্বত্বাধিকারী মোঃ আবেদ আলী। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন চিত্ররঞ্জন রায়, বিজয় বাবু, মমিনুল মণ্ডল, মজনু শাহ, মমিনুল ইসলাম মমু,এনামুল হক, মান্নান মাস্টার, মোহাম্মদ সোলায়মান প্রমুখ।
খেলায় ধারাভাষ্য প্রদান করেন তরুণ ক্রীড়া ভাষ্যকার ও শিক্ষক মোকাররম হোসেন। রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন মোহাম্মদ ছাবেদুল ইসলাম। সহকারি হিসেবে ছিলেন সুশান্ত ও ডালিম।
খেলা শেষে রানার্সআপ ও চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
Leave a Reply