পার্বতীপুর (দিনাজপুর) হতে এম এ আলম বাবলু।-দিনাজপুরের পার্বতীপুরে গলায় ফাঁস টাঙ্গিয়ে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। শুক্রবার (৯ফেব্রুয়ারি) রাত আটটার দিকে পার্বতীপুরের মোমিনপুর ইউনিয়নের দুর্গাপুর মাঝাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে,শুক্রবার রাত আটটার দিকে মোমিনপুরে দুর্গাপুর গ্রামের মৃত নাজিমুদ্দিনের পুত্র মফিজ উদ্দিন মাস্টার (৫৫) দুই সন্তানের জনক সবার অজান্তে নিজ বাড়ীর দরজার সামনে সবেদা গাছের ডালের সাথে মাফলার বেঁধে গলায় ফাঁস টাঙ্গিয়ে আত্মহত্যা করে। তবে আত্মহত্যার আসল কারণ জানা যায়নি।
এলাকাবাসী সূত্রে জানা যায়,মফিজ উদ্দিন মাষ্টার ঋণগ্রস্ত ছিল। তিনি ৩০/৩৫ বছর যাবৎ টিউশনি করে জীবিকা নির্বাহ করতেন। এলাকাবাসী আরোও বলেন, মফিজ উদ্দিন ঋণগ্রস্ত ও দুশ্চিন্তায় ভুগছিলো। ধারণা করা হচ্ছে দুশ্চিন্তার কারনেই সে এমনটি ঘটিয়েছে।
এ ব্যাপারে শনিবার সকালে পার্বতীপুর মডেল থানার ডিউটি অফিসার এস আই সাচ্চু’র সাথে যোগাযোগ করা হলে তিনি আত্মহত্যার ঘটনাটি নিশ্চিত করেন।
Leave a Reply