পার্বতীপুর (দিনাজপুর) থেকে এম এ আলম বাবলু।- দিনাজপুরের পার্বতীপুরে বাহিত সম্পত্তি চুরির উদ্যোগে অপরাধ মূলক বল প্রয়োগের অপরাধে মোঃ সুজন ইসলাম (২১) নামক এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক পার্বতীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট প্রীতম সাহা সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে এই দণ্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত যুবককে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পার্বতীপুর রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, রেলওয়ে থানার এস আই (নিঃ) দেওয়ান জিয়াউর রহমান জিয়া সঙ্গীয় ফোর্সসহ রেলওয়ে এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারককে সহায়তা কালে বাহিত সম্পত্তি চুরির উদ্যোগে অপরাধ মূলক বল প্রয়োগের অপরাধে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার ঢেলাপীর গ্রামের মোঃ রফিকুল ইসলামের পুত্র মোঃ সুজন ইসলামকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক গ্রেফতারকৃত সুজন ইসলাম কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত কে সোমবার সকালে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পার্বতীপুর রেলওয়ে থানার ওসি একেএম নূরুল ইসলাম বলেন, শুধু মাদকেই নয় অপরাধীর সন্ধানে চলমান অভিযানে পরিচালিত মোবাইল কোর্টে সুজন ইসলাম (২১) নামে এক ব্যক্তিকে বাহিত সম্পত্তি চুরির উদ্যোগে অপরাধ- মূলক বলপ্রয়োগের অপরাধে ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়। সে মাদকের টাকা যোগার করার জন্য চুরির উদ্যোগ নেয়। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply