এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।-দিনাজপুরের পার্বতীপুরে রেলওয়ে জংশনের লেভেল ক্রসিং গেট সংলগ্ন এলাকায় মালাবাহী গাড়ী লাইনচ্যুত হওয়ায় ওই লাইন দিয়ে প্রায় ১১ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকায় ৩টি আন্তঃনগর ও ১ মেইল ট্রেন বিলম্বত হওয়ায় ট্রেন যাত্রিদের চরম ভোগান্তির স্বীকার হতে হয়েছে। দীর্ঘ ১০ ঘন্টা ধরে প্রচেষ্টা চালানোর পর লাইনচ্যুত ট্রেন উদ্ধার ও রেলপথ মেরামত করে আবারো ট্রেন চলাচল শুরু হয়েছে।
বুধবার সন্ধ্যা ৬.৩৫ মিনিটে মালবাহী ট্রেনের ৩টি ওয়াগন লাইনচ্যুত হয় এবং বৃহস্পতিবার ভোর ৫.৫৫ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ব্যপারে তদন্তের জন্য ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জানা গেছে, খুলনা থেকে সৈয়দপুরগামী সার বোঝাই মালাবাহী একটি ট্রেন বুধবার সন্ধ্যা ৬.৩৫ মিনিটে পার্বতীপুর রেলওয়ে জংশন অতিক্রম করে সৈয়দপুর অভিমুখে যাওয়ার পথে রেলওয়ে জংশনের লেভেল ক্রসিং গেট সংলগ্ন এলাকায় ট্রেনটির মাঝামাঝি স্থানের ৩টি ওয়াগন লাইনচ্যুত হয়। ফলে পার্বতীপুর-চিলাহাটি রেলপথে চলাচলকারী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস, নীলসাগরএক্সপ্রেস, বরেন্দ্র এক্সপ্রেস ও রকেট মেইল ট্রেন বিলম্বিত হয়। ট্রেনগুলো বিলম্বিত হওয়ায় এ সব ট্রেনের যাত্রীদের চরম ভোগান্তির স্বীকার হতে হয়েছে। ট্রেন লাইনচ্যুত হওয়ার পর রেলকর্মিরা দীর্ঘ ১০ ঘন্টা ধরে প্রচেষ্টা চালিয়ে বৃহস্পতিবর ভোর ৫.৫৫ মিনিটে এই পথে ট্রেন চলাচল স্বাভাবিক করে। রেল পথের পয়েন্টের ত্রুটির কারনে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। তবে এব্যাপারে আসল ঘটনা উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে ৪ সদস্য বিশিষ্ট্য একটি তদন্ত টিম গঠন করেছেন রেলওয়ে কর্তৃপক্ষ। তদন্ত টিমে রয়েছেন রেলওয়ে পাকশী বিভাগের ডিটিও, ডিএসটি, ডিএমই (লোকো) ও ডিইএন-২। তদন্ত কমিটির সদস্যরা আজ বৃহস্পবার থেকেই তদন্ত কাজ শুরু করেছেন বলে পাকশী বিভাগের ডিটিও এই প্রতিনিধিকে জানিয়েছেন।
Leave a Reply