পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুর মডেল থানা পুলিশের নিয়মিত কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১২ আগষ্ট) সকাল থেকে এই থানার পুলিশি কার্যক্রম পুরোদমে চলছে। ফলে স্বস্তি ফিরে এসেছে এলাকার মানুষের মাঝে।
জানা গেছে,দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে দেশের বিভিন্ন স্থানের মতো দিনাজপুরের পার্বতীপুর মডেল থানা পুলিশের কার্যক্রমও স্হবির হয়ে পড়ে। ফলে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি ঘটে। মানুষকে চরম নিরাপত্তা হীনতার মধ্যে দিনাতিপাত করতে হয়। সোমবার সকাল থেকে পুলিশের নিয়মিত কার্যক্রম শুরু হওয়ায় মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
পার্বতীপুর মডেল থানার ওসি চিত্ত রঞ্জন রায় সোমবার সকাল থেকে পুলিশের নিয়মিত কার্যক্রম শুরু করেছেন বলে জানিয়েছেন।
Leave a Reply