পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে এক কৃষকের ১ একর ০৭ শতাংশ আমন ধানের জমিতে ঘাস মারা ঔষধ ছিটিয়ে বিনষ্ট করা অভিযোগ পাওয়া গেছে। ৮ নভেম্বর রবিবার এঘটনা ঘটে। রাউৎপাড়া গ্রামে ওই ঘটনায় ১০ নভেম্বর মঙ্গলবার ক্ষতিগ্রস্ত কৃষক প্রতিপক্ষের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার শানেরহাট ইউনিয়নের পালানু সাহাপুর গ্রামের আব্দুল হালিমের ছেলে আলহাজ্ব নুরুল আমিন সুইটের একই গ্রামের তার প্রতিপক্ষ মৃত- আব্দুর রশিদের ছেলে আব্দুল কাইয়ুম ও তার লোকজনের সাথে জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছে। এই বিরোধকে কেন্দ্র করে ঘটনার দিন আব্দুল কাইয়ুম, দুবরাজপুর গ্রামের মৃত-আব্দুস সামাদের ছেলে রাখু মিয়া, আব্দুস সোবহানের ছেলে রওশন আলী, রাখু মিয়ার ছেলে নাজমুল হোসেন অজ্ঞাতনামা আরও ১০/১২ জন লোক দলবদ্ধভাবে সুইটের রাউৎপাড়া গ্রামের বিএস ২৩ ৮৪ নং দাগে ৩২ শতাংশ ও একই খতিয়ানের ১০৯ নং দাগে ৭৫ শতাংশ এই দু’দাগে ১ একর ০৭ শতাংশ জমিতে আমনধান চাষ করেন। কিছুদিনের মধ্যে জমির ধান কাটা মাড়াই ওই কৃষক ধান গোলায় তুলতেন। কৃষক সুইট অভিযোগ করে বলেন, ওই জমি নিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে আদালতে মামলা চলমান রয়েছে। আদালতের মামলা যার মামলা নং ৭৫/৯৫ এবং মিসআপিল ৬/২০০৮ । প্রতিপক্ষ অন্যায়ভাবে ওই জমি জবর জমির দখল নেয়ার অপচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। অবশেষে গত ৮ নভেম্বর গভীর রাতে বর্ণিত তফশীলভুক্ত জমিতে চাষকৃত ফলন্ত আমন ধানে ঘাষ মারা ঔষধ ছিটিয়ে দেয় । ফলে জমির ধান ক্ষেত বিনষ্ট হয়। এব্যাপারে আব্দুল কাইয়ুম তাদের উপর আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের উপর আনিত অভিযোগ সঠিক নয় । তারা উদোর পিন্ডি বুদোরঘাড়ে চাপাচ্ছে। পীরগঞ্জ থানা পুলিশের কাছে অভিযোগ করার বিষয়টি থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র নিশ্চিত করে বলেন ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার পীরগঞ্জ থানার এস.আই সুদীপ্ত শাহিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Leave a Reply