এস এ মন্ডল।- আলোচনা ও ক্ষোভের শুরুটা ছিল পিয়াজের মুল্যবৃদ্ধি নিয়ে। সেই আলোচনা এবং ক্ষোভ গিয়ে পড়েছে আলুর মুল্যবৃদ্ধিতে।পীরগঞ্জ উপজেলা পর্যাপ্ত আলুর আবাদ হয়। এখানে শুধু আলুর জন্য রয়েছেটে হিমাগার। তার পরেও যেন আলুর সংকট চলছে। সম্প্রতি সরকারী ভাবে আলুর খুচরা দাম ৩০টাকা বেধে দেওয়া হয়েছে। কিন্তু কে শোনে কার কথা। আলু বিক্রি হয়ে সেই আগের দামেই। ৫০ থেকে ৪৫ টাকা এখনো আলুর কেজি।সব রকম সবজির দাম উর্ধ্বমূখি। মানুষ শাক পাতা কিনতে গিয়েও হিমসিম খাচ্ছে। ১০ টাকার শাকও এখন কুড়ি টাকা! পীরগঞ্জ উপজেলার হাট বাজার গুলো বর্তমানে কাঁচা মরিচ ২০০ টাকা কেজি, সুট মরিচ ২৫০ টাকা কেজি, পেঁয়াজ ৯০ টাকা কেজি, আঁদা ১৮০ টাকা কেজি, রসুন ১২০ টাকা কেজি। সীম কেজি চলছে ২০০ টাকা, টমাটো ১২০ টাকা, ঢেঁরস ৮০ টাকা, শষা ৭০ টাকা কেজি,কচুর লতি ৬০ টাকা, গাজর ৮০ টাকা, ফুলকপি ১২০ টাকা, শাক এক আটি ১০ টাকা, আলু ৪৫/৫০ টাকা কেজি , বেগুন ৬০ টাকা, পটল ৬০টাকা, করলা ৬০ টাকা, কচু ৩০ টাকা, ওল ৬০ টাকা, মিষ্টিকমড়া কেজি ৬০ টাকা, একটি লাউ ৫০ টাকা, কাঁচকলা হালি ২০ টাকা ,লেবু হালা ৩০ টাকা চলছে। চাউলের বাজারেও আগুল লেগেছে এখানে; চাউল(গুটি স্বর্ণা) কেজি চরছে ৩৮ টাকা, মিনিকেট ৪৫ টাকা, কাটারিভোগ ৫০ টাকা, পোলাও এর চাল ৭৫ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রী হচ্ছে।
এদিকে ডিম ডিমের দামও বেড়েছে, লাল ডিম প্রতি হালা বিক্রি হচ্ছে ৩৫-৩৮ টাকায়, দেশি মুরগীর ডিম হালা চলছে ৭০ টাকা আর হাঁসের ডিম হালা চলছে ৪৫ টাকা । মাংসের দাম কিছুটা কম, কিন্তু গরিব মানুষতো মাংস কেনার টাকা পাবে কোথায় ? বর্তমানে ব্রয়লার মুরগী বিক্রী হচ্ছে ১১৫ টাকা কেজিতে, সোনালী ১৮০ টাকা। খাসির মাংস ৬০০ টাকা আর গরুর গোস্ত ৪৫০ টাকা কেজি। ডালের দামও কী কম? এখানে মুসুর ডাল কেজি দেশি ১২০ টাকা, আমদানী ৭০ টাকা, মাস কলাই ১৪০ টাকা, মুগ ডাল ১৫০ টাকা কেজি। আর সয়াবিন তেল প্রতিকেজি খোলা ৯০ টাকা, বোতলজাত ১১০ টাকা, সরিষার তেল খোলা ১২০ টাকা কেজি, বোতলজাত ১৬০ টাকা ।
Leave a Reply