বজ্রকথা প্রতিনিধি।- মুজিববর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৩য় পর্যায়ে পীরগঞ্জ উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি, ঘর এবং জমির মালিকানা নামজারি কবুলিয়ত দলিল হস্তান্তর সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর প্রসঙ্গে ২৪ এপ্রিল/২২খ্রিঃ রবিবার এখানে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
এদিন বিকালে পীরগঞ্জ উপজেলা পরিষদ হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায় স্থানীয় সকল সাংবাদিকদের নিয়ে প্রেস কনফারেন্স করেন। তিনি বলেছেন আগামী ২৬ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে ৩২ হাজার ৯০৪ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারে জমিসহ গৃহ হস্তন্তর কার্যক্রমের উদ্বোধন করবেন।৩য় পর্যায়ে পীরগঞ্জে ২৪০ জন গৃহহীন ও ভূমিহীন পরিবারে জমিসহ গৃহ হস্তান্তর করবেন। এই নিয়ে পীরগঞ্জে ১ম, ২য়, ও ৩য় পর্যায়ে মিলে মোট ৪’শ ৪৫ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রম শেষ হবে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রাণী রায় সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিয়ে বলেছেন, পীরগঞ্জ মাননীয় প্রধানমন্ত্রীর উপজেলা,মাননীয় স্পীকার মহোদয়ের উপজেলা। আমরা এখানে মানসম্পন্ন গৃহ নির্মাণ করেছি। তিনি বলেন এই উপজেলায় সকল ভুমিহীন গৃহহীন পর্যায়ক্রমে ঘর পাবে। তিনি আরো বলেন, বিশ্বাস করি পীরগঞ্জ উপজেলায় নিকটভবিষ্যতে কোন গ্রহহীন মানুষ থাকবে না। শেষে সাংবাদিকদের ধন্যবাদ দিয়ে তিনি প্রেস ব্রিফিং শেষ করেন।
Leave a Reply