বজ্রকথা প্রতিনিধি।- আজ থেকে ১৪৩১ বঙ্গাব্দ শুরু। আজ বাংলা বর্ষপঞ্জির প্রথম মাস বৈশাখ মাসের প্রথম দিন । পহেলা বৈশাখ। শুভ নববর্ষ।
দুনিয়ার সব বাংলা ভাষাভাষি মানুষদের প্রিয় উৎসব পহেলা বৈশাখ। আজ ১৪ এপ্রিল রবিবার বাংলা নববর্ষ পহেলা বৈশাখা সাড়ম্বরে পালন করা হচ্ছে সারা বাংলায়।
আজ রাজধানী ঢাকাসহ বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা, পাড়াগাঁয়ে পহেলা বৈশাখ পালন করা হচ্ছে।
ধর্মবর্ণ নির্বিশেষে সব বয়সের মানুষ এই দিবসটিকে উদযাপন করে থাকে। আজও তার ব্যাতিক্রম ঘটেনি।
আজ রংপুরের পীরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে নববর্ষ উপলক্ষ্যে শোভাযাত্রা, আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। শোভায় অংশগ্রহনকারী সকলেই নতুন জামা পরে অংশ গ্রহন করেছিলেন। শোভাযাত্রাটি ঢাক ঢোল, ঘোরার গাড়ী, গরুর গাড়ীসহ উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এদিন শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে সাজানো গোছানো মঞ্চে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, এতে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, মেয়র তাজিমুল ইসলাম শামিম, সহকারী কমিশনার ভুমি তকী ফয়সাল তালুকদার, আওয়ামীলীগ সভাপতি নুরুল আমিন রাজা, ওসি তদন্ত প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষক, সামজিক –সাংস্কৃতিক সংগঠনের সদস্য বৃন্দ, সাপ্তাহিক বজ্রকথা সংবাদপত্রের সম্পাদক সুলতান আহমেদ সোনা, পৌর আওয়ামীলীগের সম্পাদক আসিয়ার রহমান,মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ মন্ডল, জাগোবাহে ২৪ ডটকমের চেয়ারম্যান রানা জামান, বাংলাদেশ প্রেস ক্লাব পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন, সম্পাদক রায়হান বিপ্লবসহ স্থানীয় সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে, শিল্পকলা একাডেমির শিক্ষার্থীগণ।
Leave a Reply