মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১২:৩৯ পূর্বাহ্ন

পীরগঞ্জে এক যুবকের মরদেহ উদ্ধার

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ১২২ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে রানা শাহ (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার বড়দরগাহ ইউনিয়নের হাজীপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রানা শাহ মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নের হাতিমপুর গ্রামের হোটেল ব্যবসায়ী সুলতান মিয়ার ছেলে।
এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে স্ত্রী রুমানা বেগম। পুলিশ ও স্থানীয়রা জানান, প্রায় ১০ বছর পূর্বে পীরগঞ্জ থানাধীন বড়দরগাহ ইউনিয়নের শাহাপাড়া হাজীপুর গ্রামের আব্দুস সালামের মেয়ে সালমা বেগমের (২৮) সঙ্গে রানা শাহের বিয়ে হয়। সংসার চলাকালে সালমা বেগমের বড় ভাই (সম্পর্কে সমন্ধি) সুমন মিয়ার স্ত্রী রুমানা বেগমের সঙ্গে (৩০) রানা শাহের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে তিন পূর্বে রানা শাহ তার স্ত্রী সালমা বেগমকে তালাক দিয়ে সমন্ধির স্ত্রী রুমানা বেগমকে পালিয়ে নিয়ে বিয়ে করেন। প্রায় এক বছর আগে রানা শাহ শ^শুর বাড়ীর পাশে জনৈক্য রবি চন্দ্রের জমি কিনে টিন সেটের একটি বাড়ী তৈরী করে বসবাস করছিলেন। প্রায় সময় রানা শাহ ও রুমানার মধ্যে পারিবারিক ঝগড়া লাগতো। এরই জের ধরে রুমানা বেগম বাদী হয়ে গত ২৬ এপ্রিল মিঠাপুকুর থানায় মামলা করেন। উক্ত মামলায় রানা শাহ গ্রেপ্তার হয়ে ২ মাস জেল হাজত থেকে জামিনে বেরিয়ে আসেন এবং পুনরায় ঘর সংসার শুরু করেন। শনিবার রাতে স্বামী-স্ত্রী মোটর সাইকেলে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে রাত অনুমান ১০ টার দিকে বাড়ীতে ফেরেন। রবিবার সকাল ৭টার দিকে রানা শাহের শ্বাশুড়ী রেজেকা বেগম ওই বাড়ীতে গিয়ে বারান্দার কাঠের পাইরের (তীর) সঙ্গে গলায় ওড়না পেঁচানো রানা শাহের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হয়।

ঘটনার পর থেকে রুমানা বেগম পলাতক। এদিকে রানা শাহের পরিবারের অভিযোগ, রানার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম বলেন মরদেহ থানায় আছে। ময়না তদন্তের জন্য রংপুর মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com