পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ।- রংপুরের পীরগঞ্জের পৃথক দুটি স্থানে পানিতে ডুবে দু’জনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে বড়দরগাহ্ ইউনিয়নের শাহাপুর ও রায়পুর ইউনিয়নের রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে ঘটনার দিন সকালে রায়পুর গ্রামের মাহবুলের ছেলে ব্র্যাক স্কুলের শিক্ষার্থী বিপ্লব (৯) পার্শ্ববর্তী আখিরা নদীর পাড়ে খেলার সময় বালুর গর্তে পড়ে পানিতে ডুবে মারা যায়। এদিকে বড়দরগাহ্ ইউপির শাহাপুর গ্রামে মৃত. আব্দুর রউফ মন্ডলের ছেলে আশরাফুল আলম মন্ডল ( ৫৫) নিজ পুকুরে বড়শি দিয়ে মাছ শিকার করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মারা যায়। নিহতের পরিবার ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদ্বয় পানিতে ডুবে দু’জনের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন। শনিবার বিকেলে পারিবারিক কবর স্থানে তাদের দাফন করা হয়। উল্লেখ্য গত ২২ মে শনিবার উপজেলার প্রজাপাড়া গ্রামে ও শানেরহাট পার্বতীপুরে পানিতে ডুবে আরো দুই শিশু মারা যায়। এ নিয়ে গত এক সপ্তাহে ৩ শিশুসহ ৪ জনের পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটল।
Leave a Reply