রাভী আহমেদ।- ১০ আগস্ট সোমবার বিকাল ৫:৩০টায় রংপুরের নবাগত বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল ওয়াহাব ভূঞা বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও মাননীয় প্রধানমন্ত্রীর স্বামী ড. এম.এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করেছেন। এদিন বিভাগীয় কমিশনার মহোদয় পীরগঞ্জের লালদিঘী ফতেপুরে এলে পীরগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসিফ আহসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, মেয়র আবু ছালেহ্ মোঃ তাজিমুল ইসলাম শামিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান রাঙ্গা সহ উপজেলার সকল সিনিয়র কর্মকর্তা, সাংবাদিক, সুধীবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
কবর জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বিভাগীয় কমিশনার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করার আহবান জানান। তিনি দেশের উন্নয়নে সকলকে একসাথে কাজ করতে বলেন এবং সবাইকে সঠিকভাবে দায়িত্ব পালনে মনোযোগী হবার কথা বলেন।
Leave a Reply