আবু তারেক বাঁধন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।- ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় সেফটি টেংকির মাটি ( ল্যাট্রিনের গর্ত) খুড়ার সময় মাটিতে চাপা পড়ে কান্ত রায় (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ২০ ফেব্রুয়ারী শনিবার দুপুর ২ ঘটিকার সময় উপজেলার শান্তিবাগ সূর্য্যদয় মাঠের পার্শ্বে এ ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি উপজেলার জনগাঁও তরলা গ্রামের দিপ্তি রায়ের ছেলে। পুলিশ ও ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, শান্তিবাগ এলাকার নুকুল চন্দ্র রায়ের ৫ তলা নির্মাণাধীন একটি ভবনের সেফটি টেংকির মাটি ( ল্যাট্রিনের গর্ত) খুড়ছিল ৫ জন শ্রমিক। হঠাৎ করে দুপুরে গর্তের চার দিকের মাটি ধসে তারা চাপা পড়েন। পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার ডাঃ সঞ্চিতা সাহা বলেন, আমাদের কাছে আসার আগেই কান্ত রায় মারা জান। পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply