নিজস্ব প্রতিবেদক।- রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের পিতা ও পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ আজিজার রহমানের সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের আয়োজনে উপজেলার ভেন্ডাবাড়ি নুরানী হাফিজিয়া মাদরাসা ও লিল্লাহ বোডিং প্রাঙ্গনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক মোস্তাফিজার রহমান মিলু সরকার।
উক্ত দোয়া মাহফিলে এসময় উপস্থিত ছিলেন, রংপুর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য-সচিব সুলতান মাহমুদ, সিনিয়র যুগ্ম-আহবায়ক আনোয়ার আকন্দ, যুগ্ম-আহবায়ক কবির, আহবায়ক কমিটির সদস্য পলাশ, নিশাত, লিমনসহ পীরগঞ্জ উপজেলা, বিভিন্ন ইউনিয়ন ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জেলা বিএনপির সভাপতির পিতা আজিজার রহমানসহ দেশবাসীর জন্য দোয়া করা হয়।
Leave a Reply