এস এ মন্ডল।- ১ ডিসেম্বর/২১ খ্রিঃ বুধবার ৫দিন ব্যাপী অনুষ্ঠিত ‘বৈশিক মহামারী কোভিড-১৯ মোকাবেলায় স্বাস্থ্যকর্মীদের করণীয় বিষয়ক প্রশিক্ষণ’ শেষ হয়েছে। গত নভেম্বর মাসের ২৪,২৫,২৯,৩০ ও ডিসেম্বর মাসের ১ তারিখ পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। পাঁচদিন ব্যাপী চলমান এই প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ডাঃ মাহমুদুল ইসলাম, ডাঃ রাশেদুল ইসলাম, ডাঃ আরিফা ইয়াসমীন। প্রশিক্ষণের সার্বিক বিষয় তদারকি করেন উপজেলা ডেভেলপমেন্ট ফেসিলিটেটর মিস শবনব শিশির। প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রুহুল আমিন বুলেট। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বজ্রকথা সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশক কবি সুলতান আহমেদ সোনা। উল্লেখ্য উপজেলা পরিষদ পীরগঞ্জ -রংপুরের আয়োজনে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ বাস্তবায়ন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কমিটি । এই প্রশিক্ষনে সহযোগিতা করেন, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টার ন্যাশনাল কো-অপারেটিভ এজন্সি (জাইকা)
Leave a Reply