বজ্রকথা প্রতিনিধি।- আজ ৫ আগস্ট/২৪ খ্রি: সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর রাস্তায় নেমে আসে তরুণের দল।
তাদের হাতে ছিল বাংলাদেশের লাল সবুজ পতাকা, মুখে গগন বিদারী স্লোগান। মিছিলকারীরা এদিন উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
এদিন সদরের মোড়ে মোড়ে পথ সভাও করেছে বি এনপি, জামাত ও চর মোনাই এর অনুসারীরা। রাতে বের করা হয় মোতবাতির আলোয় সজ্জিত পদযাত্রা। পাঁচ শতাধীক কিশোর যুবক এই পদযাত্রায় অংশ নেন।
এদিন বিভিন্ন ইউনিয়ন থেকেও ট্রাক নিয়ে উপজেলা সদরে আসেন নানা বয়সী লোকজন। তারা নানা কথার মালা গেথে স্লোগান দিয়েছে, উল্লাস করেছে। আগামী কাল ৬ আগস্ট আরো দীর্ঘ মিছিল হতে পারে এমন আভাষ পাওয়া গেছে।
Leave a Reply