পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ।- রংপুরের পীরগঞ্জ উপজেলার মাদারগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক সুলতান মাহমুদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। ১২ জানুয়ারী/২২ খ্রিঃ বুধবার দুপুরে ওই মাদ্রাসার সামনে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধনে অংশ নেন। জানাগেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় মাদ্রাসাটির প্রায় ৫০ একর জমি উন্মুক্ত পদ্ধতিতে লীজ দেয়া হয়। এ লীজ কার্যক্রমে মিঠিপুর ইউনিয়নের একবারপুর পুর্বপাড়ার মতিন মিয়া ১৫’শ টাকায় ১৭ শতক জমি লীজ নিয়ে জমি বুঝে না পাওয়ায় দ্বন্দ্ব শুরু শুরু হয়। একপর্যায়ে তর্ক-বিতর্ক শুরু হলে মতিন মিয়ার নেতৃত্বে মাদ্রাসাটির ইসলামের ইতিহাস বিষয়ের প্রভাষক শিক্ষক প্রতিনিধি (টিআর) সদস্য সুলতান মাহমুদকে লাঞ্চিত করা হয়। লাঞ্চিত শিক্ষক জমি লীজ কমিটির সদস্য। মাদরাসাটির শিক্ষক-শিক্ষার্থীদদের ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন- মাদ্রাসাটির অধ্যক্ষ মাওলানা আবু বক্কর মন্ডল, উপাধ্যক্ষ মোস্তফা আল আমিন, ব্যবস্থাপনা কমিটির সদস্য খায়রুল আনান সরকার বাবলু। মানব-বন্ধনে একাত্মতা প্রকাশ করেন মাদারগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, মাদারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম ফারুক, মাদারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোঃ তাজুল ইসলাম শামীম, মাদারগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম প্রমুখ। বক্তারা মাদ্রাসা শিক্ষক সুলতান মাহমুদের উপর হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তি দাবী জানান । শেষ খবর পাওয়া পর্যন্ত হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply