শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ইউএনও,র সাথে খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট দিনাজপুর জেলা কমিটির মত বিনিময় দিনাজপুরে কর্মক্ষেত্রে জেন্ডার ফ্রেন্ডলি এনভারমেন্ট বিষয়ে কর্মশালা পার্বতীপুরে পান চাষ লাভ জনক হওয়ায় পান চাষে আগ্রহ বাড়ছে চাষিদের অবশেষে এবি টোব্যাকোর কারখানায় সিলগালা বন্যায় ঘরহারাদের ঘর তৈরি করে দিচ্ছে হুয়াওয়ে পার্বতীপুরে বিদ্যুৎ এর ট্রান্সফরমা চুরি, সেচ কার্য ব্যহত সীমান্ত হত্যা বন্ধে ব্যর্থ সকল সরকার – মোমিন মেহেদী ফুলবাড়ীতে মোবাইল ক্রেতাদের মাঝে লটারির  পুরস্কার বিতরণ  রংপুরে ছাত্রদল নেতা জোহার নেতৃত্বে বিশাল শোভাযাত্রা বাঘ পটুয়া টাইগার নাজিরের পটচিত্রে ফুটে উঠে বাংলা সংস্কৃতির হাজার বছরের ঐতিহ্য

পীরগঞ্জে শীতের আমেজে ফুটপাতের দোকানে বাড়ছে ভিড় বেড়েছে বিক্রি

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ৩০৭ বার পঠিত

আবু তারেক বাঁধন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ।- ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শীতের তীব্রতা বেড়েছে। আর সেই সাথে বেড়েছে গরম কাপড়ের চাহিদা। অনেকে এখন শীতবস্ত্রের কেনাকাটা শুরু করেছেন। শহরের ফুটপাতে পুরাতন কাপড়ের দোকানগুলোতে বাড়ছে ভিড় জমে উঠেছে বেচা বিক্রি ।
এদিকে শীতের প্রস্তুতি হিসেবে পীরগঞ্জ উপজেলার পৌরসভার ফুটপাতও এখন শীতবস্ত্র বিক্রেতাদের দখলে। ক্রেতাও প্রচুর। রেল লাইনের দুপাশে, ঢাকাইপট্টি মার্কেটের দক্ষিণ পাশে, মেইন সড়কে দুপাশে সহ প্রায় সব এলাকায় শীতবস্ত্রের বিক্রি বেড়েছে। বেশি বিক্রি হচ্ছে ছোট বাচ্চা ও বয়স্কদের কাপড়। মাথার টুপি, পায়ের মোজা, হাতমোজা, মাফলার, সোয়েটার, জাম্পার, ফুলহাতা গেঞ্জি ইত্যাদি।
কম্বলের দোকান গুলোতে ভিড় চোখে পড়ার মতো। ফুটপাতে ভিড় করা ক্রেতারা বলছেন, শীতের শুরুতে কেনা পোশাক এ তীব্র শীতে কোনো কাজে লাগছে না। তাই তারা আবার ছুটছেন কনকনে শীত থেকে বাঁচতে পারেন এমন পোশাকের সন্ধানে। আর ক্রেতাদের এ চাহিদাকে পুঁজি করে বিক্রেতারা দাম হাঁকাচ্ছেন কয়েকগুণ বেশি।
শীতের তীব্রতা বাড়ায় জমে উঠেছে দোকানগুলো। কিন্তু গত বছরের তুলনায় এবার দাম একটু বেশি। তিন থেকে ৪’শ টাকায় বিক্রি হচ্ছে এসব গরম কাপড়। শীত বাড়লে দাম আরও বাড়বে বলে জানান ব্যবসায়ীরা। গতকাল মঙ্গলবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, ফুটপাতের এসব দোকানের বেশির ভাগ ক্রেতাই দরিদ্র। তাদের অধিকাংশই দিন আনে দিন খায়। তবে অনেক সময় উচ্চবিত্ত ক্রেতাদেরও দেখা মেলে এসব দোকানে।
গরম কাপড় কিনতে আসা ক্রেতা আলী হোসেন বলেন, শীতের ‘ফ্যাশনের দরকার নাই। শীত থেকে বাচাঁর জন্য ভারি সোয়েটার লাগবে। পড়ে থাকা এসব হালকা-পাতলা সোয়েটারে শীত জাচ্ছে না।’ অস্বাভাবিক দাম হাঁকানোর অভিযোগ তুলেন ক্রেতা আলী। তবে অনেকটা অসহায়ের মতোই দোকানির চাওয়া দামেই কিনে নেন ৩৩০ টাকা দিয়ে পছন্দের একটি সোয়েটার।
ফুটপাতের হকার নুর আলী কম্বল বিক্রি করেন। তিনি জানান, গত কয়েকদিন যাবৎ প্রতিদিন গড়ে ২৫ থেকে ৩০টি কম্বল বিক্রি হয়। পাতলা কম্বল বিক্রি হয় না বললেই চলে। এদিকে পূর্বের তুলনায় কম্বলের দাম আকাশচুম্বী বলে দাবি করেছেন পৌরশহরের মানিক। তিনি বলেন, কমপক্ষে তিন সপ্তাহ আগে তিনি এক হাজার ৬৮০ টাকায় একটি কম্বল কিনেছিলেন। সেই কম্বলই তিন হাজার ৫০০ টাকা দাম হাঁকিয়ে বসে আছে দোকানি। অনেক অনুরোধ করায় সে দুইশ’ টাকা কমিয়ে তিন হাজার ৩০০ টাকায় এসেছে।
গতকাল ঢাকাই পট্টি মার্কেটে শীতের জামা কিনতে যান গৃহবধূ রোজিনা বেগম। সঙ্গে ১৩ বছরের মেয়ে জেমি। শীতের শুরুতে কিছু পোশাক কেনা হয়েছে। কিন্তু শীতের তীব্রতায় ওই পোশাক কোনো কাজে লাগছে না। রোজিনা আরও বলেন, দোকানে দোকানে ক্রেতার ভিড় প্রচুর। আর এ সুযোগে বিক্রেতাও দাম বাড়িয়ে দিয়েছেন। কয়েকদিন আগেও যে কাপড় ৪০০/৫০০ টাকায় ছিল, এখন তা হাজার টাকার কমে দিতেই চাইছে না বিয়ক্রেতা।
ব্যবসায়ীরা বেশি দামে বিক্রির অভিযোগ ভিত্তিহীন দাবি করলেও গত কয়েকদিন যাবৎ দাম একটু বেশিই বলে স্বীকার করেন একাধিক বিক্রেতা। তারা বলছেন বর্তমানে শীতের কাপড়ের চাহিদা অনেক বেশি। পুরাতন কাপড়ের বেল কেনা হতো যে দামে, এ বছর তার দাম বেড়েছে অনেক। বেলের ভেতর অনেক কাপড় আবার নষ্ট থাকে। এসব কারণে এবার গরম কাপড়ের দাম একটু বেশি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com