পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জ উপজেলায় সহকারি প্রিজাইডিং অফিসার অবৈধভাবে ব্যালট পেপার ছিঁড়ে নিজের কাছে রাখার অপরাধে ভ্রাম্যমাণ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক জেল হাজতে প্রেরণ করেন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন রংপুর ২৪ পীরগঞ্জ-৬ আসনের নির্বাচন উপলক্ষে পীরগঞ্জ থানাধীন ১৫নং কাবিলপুর ইউনিয়নের ভোট কেন্দ্র নং-১০৩ টুকনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে সহকারি প্রিজাইডিং অফিসার মোঃ হারুনুর রশিদ ৫টি ব্যালট পেপার ছিঁড়ে নিজের কাছে গচ্ছিত রাখার অপরাধে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌকির আহম্মেদ কর্তৃক মোবাইল কোর্টের মাধ্যমে উক্ত সরকারি প্রিজাইডিং অফিসারকে ৩০ (ত্রিশ) দিনের কারাদণ্ড প্রদান করে রংপুর জেল হাজতে প্রেরণ করেন।
Leave a Reply