আবু তারেক বাঁধন (ঠাকুরগাঁও) প্রতিনিধি।- ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলাতে করোনা পরিস্থিতিতে ৩০০ হত দরিদ্রদের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে কালের কন্ঠের শুভসংঘ। এ সময় সকলের মাঝে মাস্কও বিতরণ করা হয়। ৮ জুলাই বৃহস্পতিবার উপজেলার লোহাগাড়া ডিগ্রি কলেজ মাঠে ও পীরগঞ্জ মডেল সরকারি প্রাইমারি স্কুল মাঠে স্বাস্থ্যবিধি মেনে বসুন্ধরা গ্রুপের সহায়তায় এই ত্রাণ সামগ্রী বিতরণ হয়।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আকতারুল ইসলাম, উপজেলা নির্বাহি কর্মকর্তা রেজাউল করিম, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাওয়ানুল হক বিপ্লব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, কালের কণ্ঠের পীরগঞ্জ প্রতিনিধি ও পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামীম আল মামুন, সদস্য শরীফ মাহ্দী আশরাফ জীবন, ঠাকুরগাঁও জেলা শুভসংঘের সভাপতি শফিকুল ইসলাম, সহসভাপতি তাপস দেবনাথ, সাধারণ সম্পাদক রাশেদুল আলমসহ আমিনুল ইসলাম, মুসা রাখাল, আসাদুজ্জামান, মৌমি, মেহরাব হোসেন, দিশা, সোহানি, সামিন, মাহি প্রমুখ।এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি, শুভসংঘের প্রতিনিধি, ও জেলা-উপজেলা পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।ত্রাণসামগ্রী পেয়ে আনন্দ উল্লাস প্রকাশ করেন করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষ । সুবিধাভোগীদের প্রত্যেককে ১০ কেজি চাল, ৩ কেজি আটা ও ২ কেজি ডাল দেয়া হয়। এ ত্রাণ সামগ্রী পেয়ে তারা কালের কন্ঠের শুভসংঘ ও বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply