পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- আল-আরাফাহ্্ ইসলামী ব্যাংক লিমিটেড রংপুর শাখার উদ্যোগে রংপুরের পীরগঞ্জে জাহাঙ্গীরাবাদ এলাকায় তুলসী চাষ, বাসক পাতা, ভার্মি কম্পোষ্ট ও মধু চাষের জন্য ৬০ (ষাট) জন প্রান্তিক কৃষকের মাঝে প্রকাশ্যে কৃষি বিনিয়োগ বিতরণ করাহয়েছে। রবিবার জাহাঙ্গীরাবাদে অনুষ্ঠিত প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবএসএমইআইডি-১ ও এজেন্ট ব্যাংকিং ডিভিশনের উইং হেড আবেদ আহাম্মদ খান।এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের এসএমইআইডি-১ বিভাগের বিভাগীয় প্রধান এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মনজুর হাসান, বগুড়া জোনের জোনাল হেড এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোস্তাফিজুর রহমান সিডিসিএস এবং পীরগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাদেকুজ্জামান সরকার। পীরগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হাইফুজ্জামান ফুলু, কৃষক মেহেদুল ইসলাম মৃদুল বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনাকরেন এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সাখাওয়াত হোসেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রংপুর শাখার ব্যবস্থাপক ও এভিপি সাজেদুল ইসলাম। উক্তঅনুষ্ঠানের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে কৃষকদেরকে উৎপাদন বৃদ্ধির জন্য প্রধান অতিথি অনুরোধ করেন। তিনি বলেন, এই ঔষধী গাছের উৎপাদন বৃদ্ধি করলে রাষ্ট্রীয়ভাবেও বড় ধরণের অবদান রাখা সম্ভব হবে। তিনি বলেন, আমাদের ব্যাংকের দরজা সব সময় আপনাদের জন্য উন্মুক্ত। বিনিয়োগ গ্রহণের মাধ্যমে উৎপাদনমুখী কাজে নিজেদেরকে সম্পৃক্ত করবেন এবং নিজেদের আর্থিক অবস্থার পরিবর্তন করবেন বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেছেন।
Leave a Reply