বজ্রকথা প্রতিবেদক। ১৩ জুন/২৪ খ্রি: বৃহস্পতিবার রংপুরের পীরগঞ্জ পৌরসভার নাগরিকদের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাউল বিতরণ করা হয়েছে।
এদিন ঈদুল ইযহা উপলক্ষ্যে অসহায় দরিদ্র মানুষের মধ্যে বিনামুল্যে ১০কেজি করে চাউল বিতরণ করা হয়।
মাননীয় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি এঁর পরামর্শে , সম্মানিত মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামিমের তত্ত্বাবধানে পীরগঞ্জ কসিমন নেছা বালিকা বিদ্যালয় প্রাঙ্গন থেকে ৩ হাজার ৮১জন অসহায় মানুষকে ১০ কেজি করে চাউল প্রদান করা হয়েছে।
এই চাউল বিতরণের দায়িত্ব পালন করেন, প্যানেল মেয়র মোঃ রাছেল আহমেদ প্রধান, পৌর সভায় কর্মী মোঃ রিপন মিয়া, পাপড়ি সাহা, শফিকুল ইসলাম, আশরাফুল ইসলাম, ও লেবু মিয়া।
Leave a Reply