পৌর প্রতিনিধি।- আগে পীরগঞ্জ পৌরসভার বাসিন্দারা যেখানে সেখানে বাসাবাড়ির ময়লা আবর্জনা, নোংড়া ফেলতেন। তাতে করে সব সময় আবাসিক এলাকার পরিবেশ অপরিচ্ছন্ন থাকতো। নোংড়া ঘাটতো কুকুর বিড়াল। এমন পরিস্থিতিতে বাসিন্দাদের চলাচলা অসহনীয় হয়ে উঠতো। সে কারনে পীরগঞ্জ পৌরএলাকাকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার স্বার্থে পৌরকর্তপক্ষ পৌর সীমানর গুরুত্বপূর্ণ স্থানে প্রায় ২০টি পাকা ডাস্টবিন তৈরী করে দিয়েছে। এখন অবশ্য লোকজন বাসাবাড়ির সব ময়লা নোংড়া ওই ডাস্টবিনে ফেলছেন কিন্তু দুঃখজনক হলেও সত্য,তাতে অবস্থার উন্নতি তেমন একটা হয়নি। ডাস্টবিন থেকে নিয়মিত ময়লা সরানো হয়না বলে কাক, কুকুর বিড়াল ময়লা ঘাটাগাটি একটু বেশী মাত্রায় করছে। দেখে থাকবেন পীরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাচীর ঘেঁষে তালতলায় করার ডাষ্টবিনে দিনে পর দিন ময়লা জমে আছে। মেন সড়কে এমন অবস্থা মেনে নেয়া যায়না। এলাকাবাসী জানিয়েছে, এতে করে দুর্গন্ধ ছড়াচ্ছে বেশি। পৌর এলাকার বাসিন্দারা এদিকে দৃষ্টি দেয়ার অনুরোধ জানিয়েছেন।
Leave a Reply