আব্দুর রাজ্জাক, দিনাজপুর।- দিনাজপুর শহরের ১১নং ওয়ার্ড আওয়ামীলীগের অন্তর্গত পূর্ব দপ্তরীপাড়া মহল্লা শাখার বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ জানুয়ারি) রাতে শহরের পূর্ব দপ্তরীপাড়া এলাকায় উক্ত মহল্লা আওয়ামী লীগের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
মহল্লা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শহর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনাম উল্লাহ জ্যামী। এছাড়াও মহল্লা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান শিরিকুল এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাসতুরা বেগম পুতুল, শহর আওয়ামী লীগের নির্বাহী সদস্য জাকির উদ্দিন রেমো, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গৌর চন্দ্র শীল, সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহানারা বেগম ফেন্সি প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন পশ্চিম দপ্তরীপাড়া মহল্লা আওয়ামী লীগের সভাপতি রফিকুল মুন্সি, পুর্ব দপ্তরীপাড়া মহল্লা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ মহল্লা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, ২০২১ সালের ১১ ডিসেম্বর আগামী তিন বছরের জন্য পূর্ব দপ্তরীপাড়া মহল্লা আওয়ামী লীগ কমিটির সভাপতি আর সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর মঙ্গলবার (১১ জানুয়ারি ২০২২) ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি নিয়ে প্রথম মাসিক সাধারণ সভা উপহার দিলেন নেতারা।
Leave a Reply