বজ্রকথা রিপোর্ট।- ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর কার্টুন প্রদর্শন ও ইসলাম নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে পীরগঞ্জে জনতার বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ৪ নভেম্বর ২০২০ বুধবার বেলা ১১ ঘটিকার সময় সম্মিলিত ওলামা মাশায়েখ ও তাওহিদী জনতা পীরগঞ্জে এক বিরাট মিছিল বের করে। মিছিলটি এখানকার জেলা পরিষদ ডাকবাংলো হতে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলকারীরা ম্যাক্রোঁর নানা রকম ছবি সম্বলিত ফ্যাস্টুন বহন করে ও স্লোগান দেয়।
পরে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন মাদারগঞ্জ মাদ্রাসার মোহতামিম হাফেজ রেজাউল করিম, জামতলা মদীনাতুল উলুম মাদ্রাসার মোহতামিম মাওলানা রেজাউল করিম, হাফেজ মাওলানা আলমগীর হোসেন, মাজহারুল আলম মিলন, মুফতি মর্তুজা খান কাশেমী, হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া, মাওলানা শহিদুল ইসলাম, হাফেজ রফিকুল ইসলাম প্রমূখ।
সমাবেশে বক্তারা ফ্রান্সের পণ্য বর্জনের ঘোষণা দেন এবং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ কে ক্ষমা চাওয়াসহ শাস্তির দাবি জানান।
Leave a Reply