উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- পাশের জমিটি পছন্দ হওয়ায় ক্রয় করতে প্রস্তাব দেয়, কিন্তু ওই জমি বিক্রয় করতে রাজী না হওয়ায় মালিকের সীমের জাংলা ভেঙ্গে দখলপূর্বক হালচাষের অভিযোগ উঠেছে। ঘটনাটি ১২ ডিসেম্বর রবিবার বিকালে বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের ছোট ফুলবাড়ী এলাকায় ঘটে। এ বিষয়ে শেরপুর থানায় নিজের ছেলে ও নাতিদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভূক্তভোগী জমির মালিক।
জানা যায়, উপজেলার গাড়িদহ মডেল ইউনিয়নের ছোট ফুলবাড়ী গ্রামের মৃত ইজার উদ্দিনের ছেলে সিরাজ উদ্দিন পাইকপাথালিয়া মৌজার জেএল নং ১৪০, খতিয়ানে ২২৯/৯৯২ হাল দাগ ১৩১৯ এ ১৯ শতক জমিতে বিভিন্ন প্রকার সবজি আবাদ করে আসছিল। এবারও ওই জমিতে সিমের আবাদ করে। ওই জমিটি কিনে নিতে দীর্ঘদিন ধরে তারই ছেলে মো. মকবুল হোসেন ও তার নাতী সোহেল রানা ও সুমন মিলে চাপ দিয়ে আসছিল। কিন্তু তাদের প্রস্তাবে সিরাজ উদ্দিন রাজী না হওয়ায় গত ১২ ডিসেম্বর রবিবার বিকালে ওই জমি বেদখল দিতে হালচাষ করে তারই ছেলে-নাতিরা। এসময় বিবাদীরা ওই জমিতে লাগানো সিমের জাংলার কিছু অংশ ভেঙ্গে ফেলে। এ ঘটনায় সিরাজ উদ্দিন বাদী হয়ে ছেলে ও নাতিদের বিরুদ্ধে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচাজর্ (ওসি) শহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply