বগুড়া থেকে উত্তম সরকার।- বগুড়ায় আল আমিন কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ০৭ সেপ্টেম্বর সোমবার রাত্রী ১০ টার দিকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত্রী ১০ টার দিকে আল আমিন কমপ্লেক্সের উত্তর পার্শ্বের ৩য় তলা থেকে আগুনের শিখা দেখতে পেয়ে, স্থানীয়রা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে দমকল বাহিনীর সদস্যরা। সাথে এলাকাবাসী সাহায্যে এগিয়ে আসে। অগ্নিকান্ডের ঘটনায় জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান ঘটনাস্থলে উপস্থিতি হয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিভানোর কাজে নিয়োজিত থেকে আগুন নিয়ন্ত্রনের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন।
আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আসলে ক্ষয়-ক্ষতি ও আগুন লাগার কারণ জানা যাবে বলে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বিষয়টি জানিয়েছেন।
Leave a Reply