রবিবার, ০৪ জুন ২০২৩, ০৮:৩৬ অপরাহ্ন

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল  

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ১৭ বার পঠিত

দিনাজপুর থেকে আব্দুর রাজ্জাক ।- বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে দিনাজপুর পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগ।

রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগ-এর সভাপতি এবং বঙ্গবন্ধুর জ্যৈষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ২২ মে সোমবার বিকেল ৪টায় কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টিস্থ দলীয় কার্যালয়ের সামনে উক্ত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগ।

দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার এর সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী এর সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. এসএম শামিম আলম সরকার বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাবেক সাংসদ সুলতানা বুলবুল, সাধারণ সম্পাদিকা তারিকুন বেগম লাবুন, জেলা মহিলা যুবলীগের আহŸায়ক ছবি সিনহা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, জেলা তাঁতী লীগের আহবায়ক মো. জাহাঙ্গীর আলম আলাল প্রমুখ।

প্রতিবাদ সমাবেশ শেষে দিনাজপুর পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সহ সভাপতি অনুপ কুমার দে, ওয়াহেদুল আলম আর্টিস্ট, সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইসাহাক আলী চৌধুরী, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, নওশাদ ইকবাল কলিন্স, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাতলুবুল মামুন, পৌর আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুর রাজ্জাক, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মকসেদুর রহমান সাহাজাদা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব রাইসুল ইসলামসহ পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ এবং সকল অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় রাজপথে প্রস্তুত আছে। এসময় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহŸায়ক আবু সাঈদ চাঁদকে শাস্তি দাবি করেন নেতাকর্মীরা।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com