রংপুর ব্যুরো।- রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গীরহাটে বাসের চাপায় ভ্যান চালকসহ ২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। এর মধ্যে একজনের অবস্থা আশংকা জনক বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, ১৩ আগস্ট বৃহস্পতিবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের মিঠাপুকুর উপজেলার জায়গীরহাটের শাপলা কোল্ড ষ্টোরেজ নামক স্থানে রংপুর থেকে গাইবান্ধাগামী বিনতি পরিবহন সামনের দিক থেকে পরপর দুটি অটো ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যানচালক নিহত হয়। আর হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যায়। দুর্ঘটনায় ভ্যানে থাকা যাত্রীসহ ১২ জন আহত হন । এর মধ্যে ভ্যান যাত্রী রেজিনার অবস্থা আশঙ্কাজনক।
বিষয়টি নিশ্চিত করে বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোয়াজ্জেম হোসেন জানান, বিনতি পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনায় ঘটে । তবে নিহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি । এদিকে আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Leave a Reply