বজ্রকথা ডেক্স।- ১৪ নভেম্বর শনিবার রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মলেনে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগরে সাধারণ সম্পাদক সড়ক পরবিহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনসর্মথন হারিয়ে বিএনপি আবারও আগুনসন্ত্রাস শুরু করেছে ।
তিনি ঢাকার নিজ বাসভবন থেকে রাজশাহীর বাগমারায় অনুষ্ঠিত এই সম্মলেনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়েছিলেন। তিনি তার বক্তব্যে বলেন,দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন একটি উন্নয়নবিরোধী পক্ষ নানা ষড়যন্ত্রে মেতে উঠেছে। মানবতাবিরোধী অপশক্তি অগণতান্ত্রকি পন্থায় ক্ষমতায় যাওয়ার নীলনকশা করছে। ওবায়দুল কাদের এদিন আরো বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা পরিস্থিতি মোকাবিলা করে বাংলাদশের অর্থনীতি যখন ঘুরে দাঁড়াচ্ছে ঠিক সেই মুর্হূতে তারা আবারও আগুনসন্ত্রাস শুরু করেছে। আবার তারাই বলছে সরকারের এজেন্টরা নাকি বাসে এই অগ্নসিংযোগের ঘটনা ঘটিয়েছে।ওবায়দুল কাদের বলেন, এগুলো বিএনপিরই পুরনো কৌশল। একুশ আগস্টে গ্রনেড হামলা চালিয়ে তারা আওয়ামী লীগ সভানেত্রীকে প্রাণে মেরে ফেলতে চেয়েছিল। ২০১৩ সালে তারা সারা দেশে জ্বালাও-পোড়াও করেছে। সেই পুরনো কায়দায় তারা আবারও জ্বালাও পোড়াও শুরু করেছে।
Leave a Reply