সুলতান আহমেদ সোনা।- করোনা ,বন্যা ও অভাব এরই মধ্যে এবার ঈদুল আযহা পালন করেছে সারা দেশের মানুষ। এমন পরিস্থিতিতে রংপুর জেলায় পীরগঞ্জ উপজেলার শত শত মানুষও ঈদ উদযাপন করছে।
শ্রাবণ মাস বর্ষা কাল, ঘন বর্ষা, নেই কাজ কর্ম উপার্জন। তার মধ্যেই ঈদগাহ ছেড়ে মসজিদে মসজিদে নামাজ আদায় করা। তার পর কুরবানী করার কথা ছিল। কিন্তু আর্থিক সংকটের কারণে পীরগঞ্জের সব মানুষ কুরবানী করতে পারছিল না। গত বছর ঈদে যারা কুরবানী দিয়েছেন তাদের মধ্যে এবার অনেকেই কুরবানীতে অংশ নিতে পারেননি। অপর দিকে নিম্ন আয়ের মানুষ এক কেজি গোস্ত কিনবে এমন সংগতি যখন নেই, তখন সেই সব মানুষদের পাশে দাঁড়ালেন পীরগঞ্জ উপজেলার বিশিষ্ঠ সমাজ সেবক, উদীয়মান রাজনীতিক, শিল্পপতি সিরাজুল ইসলাম সিরাজ। তিনি ১ আগষ্ট ২০২০ শনিবার ঈদের দিনে রামনাথপুর ইউনিয়নের গণীর হাটে ৩০০ খাসি কুরবানী করে অসহায়দের ঘরে ঘরে পৌঁছে দিলেন গোশত। আজ ১ আগষ্ট ২০২০ রবিবার একই স্থানে গরিব অসহায় মানুষদের নামে ৩৫ টি গরু কোবানী দেয়ার ব্যবস্থা করেছেন সিরাজুল ইসলাম সিরাজ। বলাই বাহুল্য অতিতে পীরগঞ্জের কোন নেতা বা সমাজ সেবক এমনি করে গরিব অসহায় দের পাশে দাড়াননি। এই প্রথম গরিব অসহায় মানুষদের নামে ৩শ খাসি, ৩৫টি গরু কুরবানী দিয়ে ইতিহাস গড়লেন পীরগঞ্জ উপজেলার কৃতি সন্তান শিল্পপতি সিরাজুল ইসলাম সিরাজ।
Leave a Reply