রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০২:৪০ অপরাহ্ন

বিরামপুরে অটো চালকের গালাকাটা লাশ উদ্ধার

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১২ জুন, ২০২১
  • ২১২ বার পঠিত

মো: আবু সাঈদ,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।- একটি হত্যার রেশ কাটতে না কাটতেই তিন দিনের মাথায় অটোবাইক চালককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

দিনাজপুরের বিরামপুরে পৌর এলাকায় শনিবার আনুমানিক সকাল ৬টায় শিমুলতলী গ্রামের রাস্তার মধ্যে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারিরা। বিষয়টি গ্রামে মধ্যে জানাজানি হলে পুলিশ খবর পেয়ে, ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকার শান্তি নগর গ্রামের রজব আলীর পুত্র রেজাউল করিমের গলাকাটা মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। থানায় মামলা দায়ের হয়েছে লাশ দিনাজপুর মর্গে পাঠানো হয়েছে। এলাকাবাসীর ধারণা অটোবাইক ছিনতাই করার উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে। অপর দিকে গত ৯ই জুন বুধবার একই উপজেলার খানপুর ইউনিয়নে স্ত্রীকে পুড়িয়ে আহত অবস্থায় জীবিত মাটিতে পুঁতেরেখে হত্যা করে পাষান্ড স্বামী। এ ঘটনায় সাতানি কুশালপুর আদর্শ গুচ্ছগ্রামের আব্দুর রহমানের পুত্র আব্দুর রউফকে আটক করে পুলিশ। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত হাসিনার ১২দিনের শিশু কন্যাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। পরপর এমন লোহমর্ষক ঘটনার প্রেক্ষিতে আতঙ্কগ্রস্থ এলাকার সাধারণ মানুষ। এ পরিস্থিতি চরম আইন শৃঙ্খলার অবনতির সামিল। দুঃখজনক হলেও সত্য, একের পর এক এধরনের হত্যাকান্ডের ঘটনা ঘটলেও থানা পুলিশ বিষয়গুলো নিয়ে সাংবাদিকের নিকট কোনো মন্তব্য করতে রাজি নয়। তবে এলাকার জনসাধারনের মাঝে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com