এবিএম মুছা, বিরামপুর প্রতিনিধি (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুর জেলার বিরামপুর থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় ৪০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
মামলা সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্তের নির্দেশে এসআই নুর আলম সিদ্দিকের নেতৃত্বে সর্ঙ্গীয় ফোর্স বিরামপুর পৌর শহরের মাদক বিরোধী অভিযান চালান। এসময় ৪০ বোতল ফেন্সিডিল ও ১টি মোবাইল ফোনসহ জামিলা খাতুন (৪৮) ও নিলুফা বেগম (৩৬) নামে দুই মহিলা মাদক কারবারিকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো বিরামপুর উপজেলা ৬নং জোতবানী ইউনিয়নের দক্ষিণ জগন্নাথপুর (ভাইগড়) গ্রামের আফজাল হোসেনের স্ত্রী জামিলা খাতুন (৪৮) ও একই গ্রামের মোকছেদ আলী ওরফে বগার স্ত্রী নিলুফা বেগম (৩৬)।
এবিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন বলেন, এই ঘটনায় বিরামপুর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(২)/২৫-ডি ধারায় মামলা হয়েছে। মামলা নং-১৪, তাং ২৫/১১/২০২১ইং। গ্রেপ্তারকৃত আসামিদের শুক্রবার (২৬ নভেম্বর) সকালে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
Leave a Reply