শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৬ পূর্বাহ্ন

বিরামপুর শত্রু মুক্ত দিবস পালিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ১৪২ বার পঠিত

এবিএম মুছা,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের বিরামপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর আয়োজনে ও বিরামপুর প্রেসক্লাব এর সহযোগিতায় গত সোমবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় বিরামপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সভা কক্ষে শত্রু মুক্ত দিবস পালন করা হয়েছে।

বিরামপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠানে সাংবাদিক মাহমুদুল হক মানিকের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার এবং উপজেলা নির্বাহী কর্মকতা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মেসবাউল ইসলাম মন্ডল,সিনিয়র সহকারী পুলিশ সুপার বিরামপুর সার্কেল একেএম ওহিদুন্নবী,থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, বিরামপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ অদৈত্য কুমার অপু, বীরমুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা বীরমুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান,বীর মুক্তিযোদ্ধা আবু বক্বর ও বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি উপাধ্যক্ষ একেএম শাহজাহান, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি ডক্টর নুরল ইসলাম ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মশিহুর রহমান, দিনাজপুর জেলার সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি আকরাম হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭১সালের বিরামপুর মুক্ত হওয়ার আগে উপজেলার কেটরাহাটে লোমহর্ষক ও সম্মুখ যুদ্ধে ৭ জন পাকিস্তানী পাকহানাদার বাহিনী এবং ১৬জন বীর মুক্তিযোদ্ধা মারা যাওয়ার পর অবশেষে ৬ ডিসেম্বর বিরামপুর শত্রু মুক্ত করে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয় বলে জানান এবং মুক্তিযুদ্ধে ১৯৭১সালে বিরামপুর মুক্ত হওয়ার আগে যুদ্ধে উপজেলার ২০জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন, পঙ্গুহন ২জন এবং যুদ্ধে মারাত্তক ভাবে আহত হন ১৩জন।

আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল শহীদ মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা পরবর্তী প্রয়াত বীরমুক্তিযোদ্ধাদের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com