নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের বিরামপুর উপজেলাধীন ৪ নং দিওড় ইউনিয়নের শৌলাহার গ্রামের ইয়ং বয়েজ-স্পোর্টিং ক্লাব এর সৌজন্যেঃ আজ সোমবার ৫ অক্টোবর ডে- ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। আয়োজক আঃ মালেক মন্ডল নিজে সরাসরি উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করলেন।
পুরস্কার বিতরণ শেষে এক বিশেষ বক্তব্যে আঃ মালেক মন্ডল বলেন, মাদক আশ্রিত জীবনের দ্বারপ্রান্তে বর্তমান যুবসমাজ বিপন্নতাই ধ্বংসের পথে জীবন সংসার।এই মাদকদ্রব্য মহামারী থেকে বাঁচতে হলে অবিভাবকদের কঠোর নজর দারি সহ খেলা ধুলার কোন বিকল্প নেই।
তাই আমি সব কিছুর মাঝেও মানবীয় বৈশিষ্ট্যের অভিষেক ঘটাতে আঃ মালেক বদ্ধপরিকর। সকল সেবার পাশাপাশি যুবসমাজ ও তরুণদের মাদকের বিষাক্ত সোবল থেকে দুরে রাখতে ইউনিয়নের প্রতিটি মাঠে বিভিন্ন খেলা ধুলার আয়োজন ও উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে খেলোয়াড়দের খেলা-ধুলার বিভিন্ন সরঞ্জামাদি সহ সহযোগীতা করেই চলেছে পর্যাক্রমে সর্বত্র।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের স্থানীয় দলীয় সিনিয়র নেতা কর্মী এবং দিওড় ইউনিয়নের ৮ টি ক্রিকেট দলসহ মিডিয়া সাংবাদিক বৃন্দ ওস্থানীয় সম্মানিত ব্যাক্তি বর্গ প্রমুখ।
Leave a Reply