বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১১:১০ পূর্বাহ্ন

বিশ্ব জাকের মঞ্জিলের বাঁশের ভুর বিদায় বৃহস্পতিবার ভোরে

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ২০৭ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ অভিমুখে কর্মী গ্রুপের নজরানা বাঁশের ভুর ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোরে রওনা হবে বলে জানা গেছে। বিশিষ্ট জাকের কর্মী প্রধান ও তত্ত্বাবধায়ক আব্দুস সোবহান সরকার জানিয়েছেন, প্রতি বছরের মত এবারো বৃহস্পতিবার ভোরে করতোয়া নদীর শালপাড়া ঘাট থেকে বাঁশের ভুর বিদায় হবে। এ কারনে পীরগঞ্জে দুইদন ব্যাপী স্বাস্থ্য বিধি মেনে ব্যাপক কর্মসূচী হাতে নেয়া হয়েছে। তিনি জানান ৯ সেপ্টেম্বর বুধবার বাদ আছর থেকে এ উপলক্ষ্যে কোরান তেলওয়াত, নাতে রাসুল,বিশ্বওলী খাজবাবা ফরিদপুরীর শানে গজল, মিলাদ মাহফিল, পবিত্র রওজা শরীফ জিয়ারত,পতাকা উত্তোলন, মোজাদ্দেদী গজল, মাগরিবের আজান নামাজ, ফতেহা শরীফ ও দোওয়া অনুষ্ঠান, মোরাকাবা, মোশাহাদা ও জিকির আজকার, এশার আজান, নামাজ ও পবিত্র দরুদ শরীফ পাঠ, পবিত্র নছিহত শরীফ পাঠ,বিদায়ী ভুর কাফেলা সম্পর্কে আলোচনা ও তবারক বিতরণের ব্যবস্থা করা হয়েছে। তিনি আরো জানান ১০ সেপ্টেম্বর ফজরের নামাজ, ফাতেহা শরীফ ও খতম শরীফ পাঠ শেষে ভুর বিশ্ব জাকের মঞ্জিল অভিমুখে রওনা হবে।এ সময় উপস্থিত থাকবেন,রংপুরের বিভাগীয় কর্মী প্রধান মোঃ আবু ছালেক। ভুর ব্যবস্থাপনায় রয়েছেন মোঃ আব্দুস ছাত্তার মন্ডল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com