বজ্রকথা ডেক্স।- বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ অভিমুখে কর্মী গ্রুপের নজরানা বাঁশের ভুর ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোরে রওনা হবে বলে জানা গেছে। বিশিষ্ট জাকের কর্মী প্রধান ও তত্ত্বাবধায়ক আব্দুস সোবহান সরকার জানিয়েছেন, প্রতি বছরের মত এবারো বৃহস্পতিবার ভোরে করতোয়া নদীর শালপাড়া ঘাট থেকে বাঁশের ভুর বিদায় হবে। এ কারনে পীরগঞ্জে দুইদন ব্যাপী স্বাস্থ্য বিধি মেনে ব্যাপক কর্মসূচী হাতে নেয়া হয়েছে। তিনি জানান ৯ সেপ্টেম্বর বুধবার বাদ আছর থেকে এ উপলক্ষ্যে কোরান তেলওয়াত, নাতে রাসুল,বিশ্বওলী খাজবাবা ফরিদপুরীর শানে গজল, মিলাদ মাহফিল, পবিত্র রওজা শরীফ জিয়ারত,পতাকা উত্তোলন, মোজাদ্দেদী গজল, মাগরিবের আজান নামাজ, ফতেহা শরীফ ও দোওয়া অনুষ্ঠান, মোরাকাবা, মোশাহাদা ও জিকির আজকার, এশার আজান, নামাজ ও পবিত্র দরুদ শরীফ পাঠ, পবিত্র নছিহত শরীফ পাঠ,বিদায়ী ভুর কাফেলা সম্পর্কে আলোচনা ও তবারক বিতরণের ব্যবস্থা করা হয়েছে। তিনি আরো জানান ১০ সেপ্টেম্বর ফজরের নামাজ, ফাতেহা শরীফ ও খতম শরীফ পাঠ শেষে ভুর বিশ্ব জাকের মঞ্জিল অভিমুখে রওনা হবে।এ সময় উপস্থিত থাকবেন,রংপুরের বিভাগীয় কর্মী প্রধান মোঃ আবু ছালেক। ভুর ব্যবস্থাপনায় রয়েছেন মোঃ আব্দুস ছাত্তার মন্ডল।
Leave a Reply