শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৪:৪৭ পূর্বাহ্ন

বিয়ের দাবিতে তরুণীর অনশন প্রেমিক লাপাত্তা

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৮৩ বার পঠিত
ছাদেকুল ইসলাম রুবেল।- বিয়ের দাবিতে তরুণীর অনশন, প্রেমিক লাপাত্তা
গাইবান্ধার সুন্দরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে আদুরী আক্তার (১৯) নামের এক তরুণী। এরই ফাঁকে প্রেমিক রাশেদ মিয়া (২১) বাড়ি থেকে লাপাত্তা হয়েছেন।
শুক্রবার (১০ মার্চ) সকালে উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের পূর্ব ছাপড়হাটি গ্রামের মৃত গোলাপ মিয়ার ছেলে রাশেদ মিয়া নামের এই প্রেমিকের ঘরের সামনে অনশনে বসেছে মেয়েটি।
প্রতিবেশি আফরোজা বেগম বলেন, প্রায় ১ বছর ধরে মেয়েটির সঙ্গে রাশেদ মিয়া প্রেমের সম্পর্ক। কিন্তু হঠাৎ তাদের সম্পর্কের মধ্যে ভাটা পড়ায় প্রেমিকা আদুরী আক্তার শুক্রবার সকাল ১০টায় এখানে এসে অনশনে বসেছে। তাদের বিষয়টি গ্রামের সবাই জানে।
আদুরী আক্তার গণমাধ্যম কর্মীদের বলেন, রাশেদ মিয়া তার প্রতিবেশী। মোবাইল ফোনে তার পরিচয় হয়। পরে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে মাঝে-মধ্যেই দুজনই দেখা করি। এরপর শারিরীক সম্পর্কে সৃষ্টি হয়। আর বিষয়টি উভয় পরিবারই জানতো। কিন্তু রাশেদ মিয়া বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এখন যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আজ হঠাৎ আমাকে ফোন দিয়ে এখানে আসতে বলে সে উধাও হয়। আপনারাই বলেন, এতো দিনের সম্পর্ক কি ভোলা যায়? আমি নিরুপায়। আমার অবস্থাটা কি কেউ বুঝতে পারছেন?
এদিকে প্রেমিককে বাড়িতে না পেয়ে কথা হয় তার বড় ভাই আলমগীরের সঙ্গে। তিনি বলেন, আমার ভাই বাড়ির বাইরে রয়েছে। এসব বিষয়ে ছেলে কিছুই জানায়নি।
এ বিষয়ে স্থানীয় ছাপড়হাটি ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য রানা মিয়া বলেন, বিষয়টি আমি শুনেছি, ঘটনাস্থলে গিয়ে দেখে একটা সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com