প্রদীপ রায় জিতু, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥- দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় নতুন করে এক থানার এএসআই ও এক ব্যাংকের অফিস সহকারী সহ আরো ৯ জন করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে। এ বিষয়ে উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহম্মদ মহসীন জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের আর টি পিসি আর ল্যাব হতে শুক্রবার রাতে নতুন করে ৯জনের রোগীর করোনা পজিটিভ এসেছে। এনিয়ে উপজেলায় ৬২ জন করোনায় আক্রান্ত হলো। তার মধ্যে ৩৬ জন সুস্থ ও একজন পুলিশ সদস্য সহ ৩জনের মৃত্যু হয়েছে। করোনা শনাক্ত ব্যাক্তিরা হলেন বীরগঞ্জ থানার একজন এএসআই যার বয়স ৩০, অগ্রণী ব্যাংকের বীরগঞ্জ শাখার একজন অফিস সহকারী যার বয়স ৩১। পৌরসভার ৭ নং ওয়ার্ডের ১৮ বয়সী একজন মেয়ে, সুজালপুর এলাকার তিনজনের মধ্যে দুইজনে ৪৫ বয়সী একজন পুরুষ ও মহিলা , আরেকজন ৭০ বয়সী একজন পুরুষ, মাকরাই গ্রামের ৪৩ বয়সী একজন পুরুষ, আর্দশপাড়ার ২৬ বয়সী এক মহিলা। পাল্টাপুর ইউনিয়নের ভোগডোমা গ্রামের ৩৬ বয়সী একজন পুরুষ।
Leave a Reply