সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০১:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

বীরগঞ্জে  নিরাপত্তা কর্মীদের পিপিই ও মাস্ক বিতরণ করল ওয়ার্ল্ড ভিশন

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ২২০ বার পঠিত

প্রদীপ রায় জিতু, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।- করোনা কালীন পরিস্থিতি মোকাবেলায় আর্ন্তজাতিক সংস্থা ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ থানার পুলিশ এবং সুজালপুর, নিজপাড়া, মোহনপুর ও পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চৌকিদারদের মধ্যে প্রতিরক্ষা মূলক সরঞ্জামাদি উপকরন; ৯০টি গাউন (পিপিই), ৪০৪০টি মাস্ক, ৮৫০টি হ্যান্ড গ্লাভস ও ৯০টি হ্যান্ড স্যানিটাইজার প্রদান করেছে। এর মাধ্যমে এলাকায় করোনা ভাইরাসের প্রকোপ মোকাবেলায় সম্মুখ সারির নিরাপত্তা কর্মীগন সুরক্ষা থাকবেন বলে উপস্থিত জনগন মনে করেন। ওর্য়াল্ড ভিশন বাংলাদেশের বীরগঞ্জ এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মানুয়েল হাসদা বলেন, ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ কোভিড-১৯ ইর্মাজেন্সী রেসপন্স প্রকল্পের (ধাপ-২) মাধ্যমে ইতিমধ্যেই ৩৩৩জন শিশুকে শিক্ষা উপকরণ প্রদান করেছে। তিনি আরো বলেন, সংস্থাটি ৪২৪টি ক্ষতিগ্রস্থ ও দরিদ্র পরিবারকে নগদ অর্থ প্রদানসহ ৩৯০টি ক্ষতিগ্রস্থ ও দরিদ্র পরিবারকে স্বাস্থ্যবিধি কিট ও কলসহ হাত ধোয়ার বালতি, ৫০০টি পরিবারকে শাক সবজি বীজ, স্থানীয় স্বাস্থ্যসেবীদের জন্য ৪৫টি পিপিই (গাউন) এবং মাস্ক, গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার প্রদান করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন যে, উপকার ভোগী নির্বাচন থেকে অর্থ ও বিভিন্ন উপকরণ হস্তান্তরের পুরো প্রক্রিয়াটিই স্বচ্ছতার সহিত সরকারের সাথে সমন্বয় রেখে বাস্তবায়িত হচ্ছে। আমাদের কর্মী-কর্মকর্তাগন উপজেলা ও স্থানীয় প্রশাসন, গ্রাম উন্নয়ন কমিটি, স্থানীয় নেতৃবৃন্দ, যুব ফোরাম, , শিশু ফোরাম ও ধর্মীয় নেতৃবৃন্দের সাথে একযোগে কাজ করার মাধ্যমে শিশু, পিতা-মাতা ও অভিভাবকের ভাইরাস সংক্রমন প্রতিরোধ মূলক বার্তা দিয়ে যাচ্ছে। উক্ত প্রতিরক্ষা মূলক সরঞ্জামাদি উপকরণ বিতরনের সময় বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মতিন প্রধান এবং স্ব-স্ব ইউনিয়নের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।এই ধরনের সংকটের সময়ে ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ জনগনের পাশে থাকতে পারার জন্য এলাকাবাসী ও প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com