প্রদীপ রায় জিতু, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের বীরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা প্রেমানন্দ রায় গুরুতর অসুস্থ অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে(সিএমএইচ) ঢাকা চিকিৎসাধীন আছেন। শনিবার (৩১ অক্টোবর) বীরগঞ্জ কেন্দ্রীয় হরিবাসর প্রাঙ্গনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ -খ্রীষ্টান ঐক্য পরিষদ বীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার কালিপদ রায়। বাংলাদেশ আওয়ামীলীগ বীরগঞ্জ উপজেলা শাখার যুগ্ম-সাধারন সম্পাদক ও সবুজ বাংলা নিউজ এর উপদেষ্টা মো. শামীম ফিরোজ আলম, সুজালপুর ইউনিয়নের চেয়ারম্যান মহেশ চন্দ্র রায়, অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিমল চন্দ্র দাস। অনুষ্ঠানটি সঞ্চালন করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ -খ্রীষ্টান ঐক্য পরিষদ বীরগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক দীপংকর রাহা বাপ্পী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ -খ্রীষ্টান ঐক্য পরিষদ এর সকল সদস্যবৃন্দ ও স্থানীয় মান্যগণ্য নেতৃবৃন্দ।
Leave a Reply