নবাবগঞ্জ দিনাজপুর থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুর জেলার বীরগঞ্জ ও পার্বতীপুর বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপজেলা কমিটি গঠিত হয়েছে।
“আদর্শে বঙ্গবন্ধু- প্রেরনায় শেখ হাসিনা- হৃদয়ে বাংলাদেশ” এই শ্লোগানের বাস্তবায়নে শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বঙ্গবব্ধু সাংস্কৃতিক জোট দিনাজপুর জেলা শাখার সভাপতি-শাহ্ আলম শাহী ও সাধারণ সম্পাদক সৈয়দ হারুনুর রশীদ শনিবার ১১ নভেম্বর সতিস চন্দ্র বর্মনকে সভাপতি- ও এ,বি,এম,নুরেজ আহমেদকে সাধারণ সম্পাদক নিযুক্ত করে ৬১ সদস্য বিশিষ্ট বীরগঞ্জ উপজেলা কার্যনির্বাহী কমিটি এবং মুদ্দাসির রহমান মুন্না চৌধুরীকে সভাপতি- ও এম এ এম বরাত সরকার কে সাধারণ সম্পাদক নিযুক্ত করে ৫১ সদস্য বিশিষ্ট পার্বতীপুর উপজেলায় ২ বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিক ভাবে অনুমোদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট দিনাজপুর জেলা কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি- খোরশেদ আনোয়ার তরু, দপ্তর সম্পাদক- আনিছুর ইসলাম বাবু, দিনাজপুর সদর উপজেলা প্রস্তাবিত কমিটির সভাপতি- স্বাধীন সহ অন্যারা।
Leave a Reply